1. info@www.tarangotv.com : TV :
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

সাবেক খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

জ্ঞাত-আয়বহির্ভূত সাড়ে ৪২ লক্ষাধিক টাকা মূল্যমানের সম্পদ অর্জনের অভিযোগের মামলায় বগুড়ার সান্তাহার সরকারি কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের (সিএসডি) সাবেক খাদ্য পরিদর্শক শেখ আবু এরশাদের (৪৪) বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া কার্যালয়ের উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসেন সিনিয়র স্পেশাল জজ আদালতে এ চার্জশিট দাখিল করেন। বুধবার বিকালে দুদক কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।

দুদক সূত্র জানায়, বগুড়ার সান্তাহার সিএসডির সাবেক খাদ্য পরিদর্শক শেখ আবু এরশাদ বর্তমানে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের খাদ্য পরিদর্শক। তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলার বনামালী দেবলেনের মৃত শেখ সালেক উদ্দিনের ছেলে।

দুদকের নির্দেশে তিনি গত ২০২৩ সালের ১৬ এপ্রিল বগুড়া জেলা কার্যালয়ে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দাখিল করেন।

অনুসন্ধানে জানা যায়, তিনি জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন সম্পদ বিবরণী দাখিল করেন। দুদক বগুড়া জেলা কার্যালয়ের সাবেক উপসহকারী পরিচালক জাকির হোসেন বাদী হয়ে গত বছরের ২২ অক্টোবর সান্তাহার সিএসডির সাবেক খাদ্য পরিদর্শক শেখ আবু এরশাদের বিরুদ্ধে নিজ কার্যালয়ে মামলা করেন।

তদন্তকারী কর্মকর্তা দুদক বগুড়া জেলা কার্যালয়ের সাবেক উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসেন তদন্ত করে জানতে পারেন, শেখ আবু এরশাদ জ্ঞাত-আয়বহির্ভূত ৪২ লাখ ৮৭ হাজার ৪৬৮ টাকা মূল্যমানের সম্পদ অর্জন করেন। এ পরিমাণ সম্পদ নিজ ভোগদখলে রেখে দুদক আইনের শাস্তিযোগ্য অপরাধ করেছেন। প্রাথমিকভাবে অপরাধ প্রমাণ হওয়ায় প্রধান কার্যালয়ের অনুমোদনসাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

দুদক বগুড়া জেলা কার্যালয়ের সাবেক উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আরও জানান, এখন অভিযুক্ত শেখ আবু এরশাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট