1. info@www.tarangotv.com : TV :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

শরীয়তপুর সদরের শৌলপাড়া ইউনিয়ন যুবদলের নতুন কমিটি ঘোষণা

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী যুবদল শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোঃ ইলিয়াস মৃধা সভাপতি, মোঃ আরিফ মোল্লা সহ-সভাপতি এবং মোঃ আরমান খান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে শৌলপাড়া ইউনিয়ন যুবদলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা যুবদলের কার্যালয়ে জমা দিতে হবে। পাশাপাশি অধীনস্থ সাংগঠনিক ইউনিটগুলোকে ৪৫ দিনের মধ্যে তাদের নিজ নিজ ইউনিট কমিটি গঠন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী বলেন, “শৌলপাড়া ইউনিয়ন যুবদলের পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সেটি বিলুপ্ত করে নতুন ৩১ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে শৌলপাড়া ইউনিয়ন যুবদল আরও গতিশীল ও সংগঠিত হবে বলে আমরা আশা করছি।”

তিনি আরও বলেন, “যুবদল একটি গণতান্ত্রিক সংগঠন, তাই যোগ্য ও কর্মঠ নেতাদের মাধ্যমেই তৃণমূলকে শক্তিশালী করা হবে।”

স্থানীয় রাজনৈতিক মহলে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, এ কমিটির মাধ্যমে শৌলপাড়া ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট