1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

যুগান্তরে সংবাদ প্রকাশের পর লিকুর অন্যতম সহযোগী হত্যা মামলার আসামি সোহাগ গ্রেফতার

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

বিজ্ঞাপন

ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি ও শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকুর ঘনিষ্ঠ বন্ধু আনিসুর রহমান সোহাগকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে পল্টন থানার একটি হত্যা মামলায় এজহারভূক্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, ‘ভয়ঙ্কর এক অপরাধী অধ্যক্ষ সোহাগ ও হত্যা মামলার আসামী শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি’ শিরোনামে খবর প্রকাশ করে দৈনিক যুগান্তর। খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রশাসনের বিভিন্ন অঙ্গনে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। এছাড়াও, সোহাগের বহুমুখী নানা অপরাধ কর্মকান্ড ও প্রতারণা নিয়ে মুখ খুলতে থাকে ভূক্তভোগীরা।

জানা যায়, আনিসুর রহমান সোহাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের হেভিওয়েট নেতা জাহাঙ্গীর কবির নানক ও আমির হোসেন আমুর সঙ্গে সখ্যের সুযোগে বিগত সরকার আমলে বেপরোয়া ছিলেন। পরিবর্তিত পরিস্থিতির পরও হাফিজুর রহমান লিকুর রাজধানীর মোহাম্মদপুরের বসিলার মধু সিটির ১০ তলা বাড়ির দেখভালের দায়িত্বে রয়েছেন এই সোহাগ।

অভিযোগ রয়েছে, লিকুর সব অবৈধ সম্পদের দেখভালের পাশাপাশি নগদ টাকাও গচ্ছিত রয়েছে সোহাগের কাছে। এছাড়াও, তার বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়তি সহ বহুমুখী প্রতারণার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট