1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

৬০ বছর বসয়ে বিয়ের পিঁড়িতে জেফ বেজোস, আমন্ত্রিত অতিথি হলেন যারা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে

 

বিজ্ঞাপন

ব্যবসায়ী জেফ বেজোস ও সাংবাদিক লরেনের বিয়ে হতে চলেছে এ সপ্তাহের শেষ নাগাদ অর্থাৎ বড়দিনের পরপরই। বছরের শেষ দিকে এসে বিয়ে করছেন বিশ্বের ধনী ব্যক্তি জেফ। তাদের দীর্ঘ আট বছরের প্রেমসম্পর্ক। সেই প্রেম পরিণয়ে রূপ দিচ্ছেন বিয়েতে। দীর্ঘদিনের প্রেমিকা ও বান্ধবী লরেন সানচেজকে বিয়ে করছেন বিশ্বের এই দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি। প্রেমিকা লরেন সানচেজ পেশায় একজন সাংবাদিক, উপস্থাপক, অভিনেত্রী ও একজন পাইলট।

আগামী ২৮ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জেফ-লরেন। বিয়ের আসর বসবে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অ্যাসপেন শহরে। যদিও বিয়ে ও বড়দিন উদযাপন নিয়ে এরই মধ্যে বিশেষ গোপনীয়তা বজায় রেখেছেন বেজোস ও সানচেজ জুটি। বিয়ের তারিখ প্রকাশের আগে একাধিকবার নানা গুঞ্জন উঠেছিল তাদের নিয়ে।

৫৫ বছর বয়সি লরেন আর ৬০ বছর বয়সি বেজোসের বিয়ের আগে চলবে দুই দিনব্যাপী প্রাক-প্রস্তুতি উৎসব। আমন্ত্রিত অতিথির সংখ্যা ১৮০ জন। যাদের মধ্যে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, জর্ডানের রানি কুইন রানিয়া ও হলিউডের রোমান্টিক সিনেমা ‘টাইটানিক’-র নায়ক লিওনার্দো ডিকাপ্রিও প্রমুখ।

মার্কিন গণমাধ্যম সূত্র জানায়, লরেনের জন্যই ২০১৯ সালের মাঝামাঝিতে স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে ২৫ বছরের সংসারে ইতি টানেন জেফ। তাই আরাধ্য প্রেমিকাকে বিয়েতে ৬০০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার কোটি টাকারও বেশি খরচ করছেন এ ধনকুবের। আশা করা যাচ্ছে, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিলাসবহুল বিয়ের পর অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বিয়ে তাক লাগিয়ে দেবে বিশ্ব অঙ্গন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট