1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ, জোবায়েরপন্থীদের বড় জমায়েতে নিষেধাজ্ঞা

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

রাজধানীর কাকরাইল মসজিদে মাওলানা সাদের অনুসারীরা রাত্রিযাপন করতে পারবে না। একইসঙ্গে এখানে তাবলীগ জামাতের সকল কার্যক্রমও বন্ধ রাখতে হবে। অন্যদিকে, মাওলানা জোবায়েরের অনুসারীদের এখানে বড় ধরনের কোনো জমায়েত না করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

এক আদেশে বলা হয়, তাবলীগ জামাতের কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) কার্যক্রম চলাকালে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ব্যবস্থা নিতে আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকে রাত্রিযাপনসহ তাবলীগ জামাতের সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আরেক আদেশে বলা হয়, তাবলীগ জামাতের কাকরাইল মসজিদে রাত্রিযাপন কার্যক্রম চলাকালে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে শুক্রবার (২৭ ডিসেম্বর) কাকরাইল মসজিদের আশেপাশে মাওলানা মোহাম্মদ জোবায়েরের অনুসারীদের কোনো রকমের বড় জমায়েত হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট