1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে: উপদেষ্টা সাখাওয়াত

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থানর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে। সেখানে যারা আসবেন তারা নির্বাচন নিয়ে একটি গাইডলাইন তৈরি করতে পারে। তখন হয়তো আলাদা করে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন পড়বে না।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় সংলাপে অংশ এ কথা বলেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, এখন সংস্কার করা না গেলে তা আর কখনোই করা যাবে না। ২০০৭ সালেও সংস্কারের চেষ্টা করেছিলাম। তখন কিছু সংস্কার করা হলেও পরবর্তীতে ক্ষমতাসীনদের কারণে তা টেকেনি। সংবিধান অথবা অন্য কিছুর দোহাই দিয়ে তা না করা হলে গণঅভ্যুত্থানের হতাহতদের প্রতি অন্যায় করা হবে। এক্ষেত্রে রাজনৈতিকদলগুলোর মধ্যে বোঝাপড়ার দরকার বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এখন ভোট করতে পয়সা লাগবে বলে চাঁদাবাজি হচ্ছে। একটি দল যদিও বহিষ্কার করছে, তবে তা যথেষ্ট নয়। দেশে রাজনৈতিক দলগুলোর জন্য একটি আইন থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট