1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ইউপি সদস্য ও তার ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার বাশগাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, ইউপি সদস্য আখতার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সমর্থক সিরাজুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সাথে ৮ নম্বর ওয়ার্ড সদস্য আখতার শিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার রাতে আখতার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার এলাকায় ফিরলে উত্তেজনা দেখা দেয়। এ সময় বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। পরে মাইকে ঘোষণা দিয়ে দুইপক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়ায়।

তারা আরও জানান, সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আখতার শিকদার মারা যান। পরে গুরুতর আহত অব্স্থায় আখতার শিকদারের ছেলে মারুফ শিকদার ও সমর্থক সিরাজুল ইসলামকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট