1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

তাহিরপুরে চোরাকারবারিদের সহায়তার অভিযোগ, ঘুস আদায় করছেন ওসি

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

গোপন সমঝোতায় চোরাকারবারিদের সহযোগিতার অভিযোগ উঠেছে সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি দেলোয়ারের বিরুদ্ধে। শুধু চোরাচালান সীমাবদ্ধ নয় মামলা গ্রেফতার বাণিজ্য, বিভিন্ন খাতে মাসোহারা আদায়, জাদুকাটা নদীর রাষ্ট্রীয় সম্পদ খনিজ বালি পাথর চুরি থেকে ঘুস আদায়ে সিদ্ধহস্ত ওসি।

তাহিরপুর থানায় যোগদানের পর থেকেই থানা ছাড়াও থানা এলাকার হাওড় ও সীমান্ত জনপদে থাকা বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র, টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের কিছু অসৎ সদস্যদের ব্যবহার করে সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসা চোরাচালানের মাধ্যমে এমনকি নৌপথে চুরি করা কয়লা, চুনাপাথর, ভারতীয় সেখ নাসির বিড়ি, চিনি, মশলা, ফলমূল, কসমমেটিকস, থান-কাপড়, বিক্রি করতেন।

এছাড়া খাদ্যসামগ্রী, জাদুকাটা নদীর ইজারা বহির্ভূত সীমানায় পরিবেশ ধ্বংসী সেইভ মেশিনে রাষ্ট্রীয় সম্পদ খনিজ বালি পাথর চুরিতে গোপন সমঝোতায় সহায়তা করে দিবারাত্রী লাখ লাখ টাকা ঘুস আদায়ে বিস্তর অভিযোগ রয়েছে ওসি দেলোয়ারের বিরুদ্ধে।

উপজেলার সীমান্তবর্তী লাউরগড় ও বারেকটিলা কেন্দ্রিক দুটি চোরাকারবারি চক্রের কাছ থেকে ১ লাখ করে দুই লাখ টাকায় ভারতীয় খাদ্য সামগ্রী (পাস্তা, আপেল, আনার, চিনি) চোরাচালানে সহযোগিতা করে আসছেন ওসি দেলোয়ার।

 

 

অভিযোগ রয়েছে, উপজেলার বড়ছড়া, চারাগাঁও, বাগলী স্থল শুল্ক ষ্টেশনকে কাজে লাগিয়ে শতাধিক চোরাকারবারিদের গোপনে লালন করছেন ওসি ও টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের কিছু অসৎ অফিসার। জাদুকাটা নদী থেকে সেইভ মেশিন চালানোর বিপরীতে প্রতিসেট সেইভ থেকে ঘুস নিতেন ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট