1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

নোয়াখালীর হকার্স মার্কেটের ২ ঘণ্টার আগুনে পুড়ল কোটি টাকার মালামাল

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

নোয়াখালীর জেলা শহর মাইজদীর হকার্স মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ২০টি দোকানি। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। 

শনিবার (১১ জানুয়ারি) রাত ১১টা ৩৫ মিনিট থেকে শুরু হওয়া এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে রাত দেড়টার দিকে। তবে পুরোপুরি নির্বাপণ হয় ভোর সাড়ে ৪টার দিকে।

ব্যবসায়ী রণজিৎ কুরী ঢাকা পোস্টকে বলেন, আগুনের সূত্রপাত নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। তবে বেশিরভাগেরই ধারণা ফেন্সী প্রেসে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। হকার্স মার্কেটের কয়েকটি দোকান ও লাকী স্টোরসহ বিভিন্ন দোকান পুড়ে গেছে। ২ ঘণ্টার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ২০টি দোকান।

অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী জামাল হোসেন বিশাদ ঢাকা পোস্টকে বলেন, শনিবার রাতে সবাই দোকান বন্ধ করে চলে যাওয়ার আধাঘণ্টা পর হঠাৎ মার্কেটে আগুনের ফুলকি দেখা যায়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও সহযোগিতা করেছেন।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরবর্তীতে ফেনীসহ ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিটের প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নির্বাপণ করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। বড় বড় ১২টি দোকান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত হওয়ার কারণ তদন্ত শেষে বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট