সিগারেটে করহার বৃদ্ধির উদ্যোগকে স্বাগত জানালেও আসছে বাজেটে নিম্নস্তরের সিগারেটের কর আরও বৃদ্ধির দাবি জানিয়েছে গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়। আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে প্রেসক্লাবে আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরে সিগারেটে কার্যকর করারোপের প্রস্তাবনা বিষয়ক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়।
মূল প্রবন্ধ উপস্থাপনায় উন্নয়ন সমন্বয় জানায়, কার্যকর করারোপ করতে না পারায় ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে ৬ হাজার ৬শ কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় দেশে ধূমপায়ীদের সংখ্যা কমাতে আরও সচেতন এবং আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। তারা বলেন, সিগারেট বিক্রি থেকে সরকার যে পরিমাণ রাজস্ব পায় তার তুলনায় ব্যবহারজনিত চিকিৎসার কারণে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি।
আলোচকরা বলেন, যদি কার্যকরভাবে সিগারেটের ওপর করারোপ করা যেত, তাহলে উৎপাদনকারি ও বাজারজাতকারি প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত মুনাফা করতে পারতো না। বরং এ খাত থেকে বাড়তি রাজস্ব আহরণ করতে সক্ষম হবে সরকার
Leave a Reply