1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

বান্দরবানে অস্ত্রধারীদের গুলিতে নারী গুলিবিদ্ধ

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। আহতের নাম উমেপ্রু মারমা (৩৪)। রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের রুমা সীমান্তবর্তী এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, সীমান্তবর্তী হিমাগ্রী পাড়া এলাকায় জুমঘরে যাবার পথে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ী ওই নারী গুলিবিদ্ধ হন। খবর পেয়ে আহত অবস্থায় নারীকে উদ্ধার করে বান্দরবান হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের বাড়ি বালাঘাটা রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকায়। একই এলাকার রোমেল তঞ্চঙ্গ্যার স্ত্রী উমেপ্রু।

গুলিবিদ্ধের স্বজন অমিত তঞ্চঙ্গ্যা বলেন, গুলিবিদ্ধ ওই নারী আমার চাচাতো ভাইয়ের স্ত্রী। তারা বালাঘাটা রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকায় থাকত। কদিন আগে গ্রামের বাড়িতে সন্তান আনতে গিয়েছিল। সেখানেই দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন উমেপ্রু।

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুপ্রু মারমা বলেন, জুমঘরে যাবার পথে পাহাড়ি নারী গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। নারীর পেটে লাগা গুলিটি একপ্রান্ত ঢুকে অপরপ্রান্ত দিয়ে বেরিয়ে গেছে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ডিউটি অফিসার শুব্র দে জানান, গুলিবিদ্ধ নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট