1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

৪২তম ঐতিহাসিক জেলা আন্দোলন ও শহীদ পলু দিবস পালিত

এম বাদল খন্দকার (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলনের অন্যতম শহীদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ওবায়দুল রউফ পলুর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি আলী মাউন (পিয়াস)। সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ

মোঃ মোশাররফ হোসাইন, সহকারী অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ

মেহেরুন নিছা (মেহেরিন), প্রকল্প সমন্বয়কারী, সমাজসেবা সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা; চেয়ারম্যান, আলোকিত নারী উন্নয়ন; সম্পাদক ও প্রকাশক, দৈনিক বাঙালির কণ্ঠ

আবু শামীম মোঃ আরিফ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ

আরমান উদ্দিন ও পলাশ, স্থায়ী কমিটির সদস্য, জেলা উন্নয়ন পরিষদ

এডভোকেট শেখ মোঃ জাহাঙ্গীর, সদস্য, জেলা উন্নয়ন পরিষদ

আলোচনা সভায় বক্তারা শহীদ ওবায়দুল রউফ পলুর জীবন, সংগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা গঠনে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তার আদর্শ ও ত্যাগকে জেলার উন্নয়ন আন্দোলনের পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন তারা।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র–ছাত্রীসহ সংশ্লিষ্ট মহলের অনেকে উপস্থিত ছিলেন।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহীদ পলু দিবসের কর্মসূচি সমাপ্ত করা হয়

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট