পুলিশের কাজকর্মে ইচ্ছাকৃত ব্যত্যয় কিংবা পেশাগত দুর্নীতিরোধে ওয়াচডগ বা ওভারসাইট কমিটি গঠনের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন।
বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন।
এতে বলা হয়, প্রতিটি থানা, উপজেলায় একটি ‘সর্বদলীয় কমিটি’ গড়ে তোলা যায়, যারা স্থানীয় পর্যায়ে ওভারসাইট বডি হিসেবে কাজ করবে।
এ ছাড়াও একটি বিশেষ টাস্কফোর্স গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে কমিশনের প্রতিবেদনে। বলা হয়েছে, সর্বদলীয় কমিটির অভিজ্ঞতা কাজে লাগিয়ে যাবতীয় বিষয় আমলে নিয়ে দীর্ঘমেয়াদি সুপারিশ প্রণয়নে একটি টাস্কফোর্সকে দায়িত্ব দেওয়া যায়।
সুপারিশে বলা হয়, বর্তমান কাঠামোতে নির্দিষ্ট কোনো মানদণ্ড নেই এবং পুরো প্রক্রিয়াটি প্রভাবমুক্ত না। এই সুযোগের অপব্যবহারের অভিযোগ রয়েছে। কাজেই এ সংক্রান্ত নিয়ম ও বিধিমালা যথাযথভাবে যাচাই করতে হবে।
Leave a Reply