1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ১২ মে ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

অনুশীলনে ফিরছেন রাজশাহীর ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে পেলেন?

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে আজ (বুধবার) এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। দলটির তরফেও গণমাধ্যমকে এমনটাই জানানো হয়েছিল। তবে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ায় এই অনুশীলন বাতিল করে তারা। তবে ক্রিকেটারদের সঙ্গে সমঝোতা হওয়ায় আগামীকাল থেকে আবারো অনুশীলনে ফিরছেন ক্রিকেটাররা।

আজ (বুধবার) সকাল ১০ টা থেকে অনুশীলন করার কথা ছিল রাজশাহীর। তবে সকাল পৌনে এগারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এমনটা জানানো হলেও ক্রিকেটাররা দিয়েছেন ভিন্ন তথ্য।

রাজশাহীর স্কোয়াডে থাকা একজন ক্রিকেটার ঢাকা পোস্টকে জানিয়েছিলেন, বিপিএল মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পাননি তারা। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন ক্রিকেটাররা। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক পাননি বলেও জানিয়েছিলেন সেই ক্রিকেটার।

তবে আজ রাতের মধ্যেই সেই সমস্যার সমাধান করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে আগামীকাল ক্রিকেটাররা অনুশীলন করবে বলে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে। তবে ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে গণমাধ্যমকে কিছু জানায়নি তারা।

আগামীকাল সকাল ১০টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডীয়ামে অনুশীলন করবে রাজশাহী। এর পরের দিন অর্থাৎ আগামী ১৭ জানুয়ারী সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট