1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

ফরিদপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের কানাইপুরে আলোচিত ওবায়দুর খান হত্যা মামলায় ইউনিয়ন চেয়ারম্যান শাহ মুহাম্মদ আলতাফ হুসাইন (৫৪) এবং তার সঙ্গে থাকা জাহিদ শেখকে (৪০) আটক করেছে পুলিশ।

নিহত ওবায়দুর স্থানীয় ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছোট ছেলে। পেশায় কৃষি ও কাঠমিস্ত্রির কাজ করতেন। তার পাঁচ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।

র্যাব কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে গেছেন। প্রযুক্তির সহায়তায় বুধবার রাত ১২টার দিকে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির একটি বাড়ি থেকে আটক করা হয় দুজনকে। আটকদের সকালে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শুক্রবার বিকালে নিহত ওবায়দুরকে তুলে নিয়ে নির্যাতন করে আলতাফের ছোট ভাই খায়রুজ্জামান খাজা ও তার সঙ্গে থাকা ১০ থেকে ১৫ জন। এ সময় তার দুই চোখে পেরেক ঢুকিয়ে খোঁচানো হয় এবং রগ কেটে বাম পা ভেঙে ফেলা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যান ওবায়দুর।

এ ঘটনার পর শনিবার রাতে খায়রুজ্জামান খাজাকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা বিল্লাল খান।

প্রধান আসামি খাইরুজ্জামান খাজা এখনো পলাতক আছেন। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা, ডাকাতি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট