1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

পাহাড়ি নালা থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে দিপেন মুন্ডা (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের ফাঁড়ি কুরঞ্জি এলাকার একটি পাহাড়ি ছড়া থেকে লাশটি উদ্ধার করা হয় তাকে।

বৃহস্পতিবার এ তথ্য জানায় কমলগঞ্জ থানা পুলিশ। নিহত দিপেন স্থানীয় ফাঁড়ি কুরঞ্জি এলাকার প্রসাদ মুন্ডার ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কুরঞ্জি পুঞ্জির কাছে পাহাড়ি ছড়ায় একটি লাশ ভাসতে দেখেন তারা। শরীরে একাধিক আঘাতের চিহ্নও দেখতে পান তারা। তারা ধারণা করছেন, বুধবার রাতে কেউ তাকে হত্যা করেছে। পরে স্বজনরা সেখানে গিয়ে লাশটি দীপেন মুন্ডার বলে শনাক্ত করেন। এ সময় পুলিশকে খবর দিলে ৯টায় লাশটি উদ্ধার করেন তারা।

নিহত দীপেনের বাবা প্রসাদ মুন্ডা বলেন, ছেলের সঙ্গে কারো শত্রুতা ছিল কিনা তা জানা নেই। শেষ কৃত্যানুষ্ঠান শেষে মামলা করবেন তিনি।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় দীপেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। হয়তো পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট