1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, সখীপুরে ২ আ.লীগ নেতা গ্রেফতার

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের আরও দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

সখীপুর থানার ওসি জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম মুক্তা (৪০) ও হাতিবান্ধা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ শিকদার (৫২)।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল নিয়ে সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে যায়। সেখানে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে ২৬ আগস্ট রাতে সখীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোরশেদুল ইসলাম অন্তর বাদী হয়ে ১৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা করেন। এ মামলায় মোট ১৪ জন গ্রেফতার হয়েছেন।

সখীপুর থানার ওসি জাকির হোসেন বলেন, ছাত্রদের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট