1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

ঢাকায় সমাবেশ করবে দলিল লেখকরা

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

সাত দফা দাবি আদায়ে ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস)। এই সমাবেশে সারাদেশ থেকে দলিল লেখকরা এসে উপস্থিত হবেন বলে জানিয়েছে সমিতিটি।

শনিবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন সমিতির মহাসচিব এম এ রশিদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের দাবিগুলো দীর্ঘদিন যাবৎ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আসছি। কিন্তু আমাদের দাবির বিষয়ে সরকারের উদাসীনতা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানাতে চাই। এ লক্ষ্য আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকা ইঞ্জিনিয়ারিং ইন্সস্টিটিউট মিলনায়তনে সমাবেশের আয়োজন করা হচ্ছে। সমাবেশে সারাদেশের দলিল লেখকরা উপস্থিত থাকবেন।

আমাদের দাবিগুলো হচ্ছে— দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখদের পেশাচ্যুত করা যাবে না; সাবেক আইনমন্ত্রী প্রতিশ্রুত দলিল প্রতি সম্মানী ন্যূনতম ৪ হাজার টাকা বাস্তবায়ন করতে হবে; লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল লেখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে; থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে; যেহেতু পক্ষদের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখদের পেশাগত দলিল লেখা/মুসাবিদা কারক হিসেবে দলিল লেখদের আসামী করা যাবে না; দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলিল লেখক সমিতির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট