1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

রিকশাচালক সেজে ৩ সংঘবদ্ধ ধর্ষককে গ্রেফতার করল পুলিশ

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ফেসবুক পরিচয়ে প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রিকশাচালক সেজে তিন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো- মাসুম (২৬), ইসরাফিল (২৮) অন্যজনের নাম জানা যায়নি।

ঘটনার বিবরণে বলা হয়, ২ থেকে ৩ মাস পূর্বে কিশোরীর ফেসবুক বন্ধু হয় মাসুম। একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক হয়। দীর্ঘদিন ধরে ফেসবুক ও ম্যাসেঞ্জারে যোগাযোগ ও ফোনে কথা হয় দুজনের। বুধবার কিশোরীকে কাজলারপাড় বাসায় ডেকে আনে প্রেমিক মাসুম। সেখানে তাকে আটকে রেখে তিন বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় আপত্তিকর ভিডিও করে নেয় তারা। পরে ওই ভিডিও দেখিয়ে তার কাছে টাকা দাবি করে ধর্ষকরা।

টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার হুমকি দেয় তারা। পরে কিশোরী বিকাশে ২০ হাজার টাকা এনে দিয়ে তাদের হাত থেকে মুক্ত হয়।

ছেড়ে দেওয়ার সময় কিশোরীকে হুমকি দেয়; তারা যখন ডাকবে তখন আবার টাকা নিয়ে আসতে হবে; নাহলে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে।

শুক্রবার বিকালে টাকার বিনিময়ে ভিডিও মুছে দেওয়ার কথা বলে ধর্ষকদের ফোন দেয় কিশোরী। এর আগে যাত্রাবাড়ী থানার পুলিশকে অবগত করে সে।

যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোহশীন হোসাইনে নেতৃত্বে এসআই ফখরুল, এসআই সাইদুল, এসআই মহিবুল্যাহ, এএসআই পলাশসহ একটা ফোর্স নিয়ে কেউ রিকশাচালক, কেউ দরিদ্র সেজে তিন ধর্ষককে গ্রেফতার করে।

ডেমরা জোনের ওসি সবুজ আহমেদের মুঠোফোনে গ্রেফতার আসামিদের নাম ও তথ্য জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনার বিষয়ে আপনাকে কে বলেছে? আমাদেরকে কাজ করতে দেন’। এ কথা বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট