1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

ফেনী পলিটেকনিকের ছাত্রবাসে সিট পেতে লাগবে ডোপ টেস্ট সনদ

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ সাহাব উদ্দিন ছাত্রাবাসে আসন বরাদ্দপ্রাপ্ত ছাত্রদের বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট (রক্তে মাদক পরীক্ষা) সনদ জমা দিতে হবে। এ পরীক্ষায় অনুত্তীর্ণ হলে আসন বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে হোস্টেল কর্তৃপক্ষ। 

জানা গেছে, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ সাহাব উদ্দিন ছাত্রাবাসে চলতি মাসের ৩০ তারিখ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সব বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সীমিত সংখ্যক আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোস্টেল কর্তৃপক্ষ। আগামীকাল রোববার ও সোমবার (১৯ ও ২০ জানুয়ারি) শিক্ষার্থীদের আসন পেতে ছাত্রাবাসের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। তবে হোস্টেলে আসন পেতে হলে বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট সনদ জমা দিতে হবে। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) হোস্টেল সুপারের কার্যালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আসন বরাদ্দপ্রাপ্তির আবেদনের জন্য প্রদত্ত শর্তসমূহে এসব বিষয় উল্লেখ করা হয়।

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ সাহাব উদ্দিন ছাত্রাবাসের সহ-সুপার মো. আতিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ভালো কিছু শুরু করার লক্ষ্যেই মূলত এই সিদ্ধান্ত। মাদক নির্মূলের প্রচেষ্টা ও মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার জন্য ডোপ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, এখানে যোগদানের পর থেকে ছোট ছোট কিছু ইতিবাচক কাজ করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে সাধারণত দূর-দূরান্ত থেকে অভিভাবকরা সন্তানদের পড়াশোনার জন্য পাঠিয়ে দেন। চলার পথে অনেকে মাদকাসক্ত হয়ে যায়।

তিনি বলেন, এ ধরনের আসক্তিতে জড়ালে প্রাতিষ্ঠানিকভাবে একটি জটিল প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে- বিষয়টি মাথায় থাকলে একজন শিক্ষার্থী আর এ ধরনের কাজে জড়িয়ে পড়বে না। ডোপ টেস্টে অনুত্তীর্ণ হলে আসন বরাদ্দ বাতিল করা হবে। মাদক নির্মূলে সকলের সহযোগিতা নিয়ে আমাদের এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট