1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

মসজিদের মাইকে ঘোষণা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সাংবাদিক ও নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুত্বর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ও শনিবার সকালে উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা ও নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রামবাসীদের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গতরাতে সলিথা মাদরাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। পূর্বশত্রু তা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাহফিল এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার পর রাতেই দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং শনিবার ভোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তারা পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট