1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

নির্বাচন তফসিল ঘোষণা এবং সংশোধিত আরপিও অনুযায়ী দলের সকল প্রচার উপকরণ অপসারণ করলো জামায়াত ।

মাহিদুল ইসলাম ফরহাদঃচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং সংশোধিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সকল প্রচার উপকরণ অপসারণের নির্দেশনার প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বাদ আসর থেকে প্রচারসামগ্রী অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল (১২ ডিসেম্বর) শুক্রবার বিকাল ৪ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় থেকে দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার, ব্যানার, বিলবোর্ড ও অন্যান্য প্রচার উপকরণ অপসারণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী বলেন,“নির্বাচন কমিশনের নির্দেশনাকে সম্মান জানিয়ে ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশনায় আমরা অপসারণ কার্যক্রম শুরু করেছি। চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে দাঁড়িপাল্লা প্রতীকের যেসব পোস্টার, ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুন রয়েছে, সেগুলো দ্রুত অপসারণের জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান,জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর,,জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান,,পৌর আমীর হাফেজ আব্দুল আলীম,সদর আমীর হাফেজ আব্দুল আলীম এবং জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট