1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

দেড় ঘণ্টার আগুনে পুড়ে ছাই ৯ দোকান

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদর টেক এলাকায় আগুনে পুড়ে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

রোববার মাঝরাতের দিকে খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদর টেক নামক এলাকায় এ ঘটনা ঘটে। দেড় ঘণ্টার মাঝেই আগুণ নিয়ন্ত্রণে আনে স্থানীয় জনগণ।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলেন, আমরা প্রতিদিনের ন্যায় রাত ১০টায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। রাত ২টার দিকে মোবাইলে ফোন আসে বলে যে, আমাদের দোকান আগুনে লেগেছে। তারপর এসে দেখলাম দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, রাতে হঠাৎ করে ছৈয়দের দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম বাহারচড়া মোশাররফ আলী বাজার পর্যন্ত পৌঁছালে আগুন নিয়ন্ত্রণ চলে আসছে জানানো হয়। পরে আমার চলে আসি।’

প্রাথমিকভাবে স্থানীয়রা জানিয়েছেন বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট