আমলকীকে অনেকে সুপারফুড ভেবে বসেন। জ্বর-সর্দিতে নাজেহাল অব্স্থা, একটা আমলকী খেয়ে ফেলুন। চুল পড়ছে, আছে আমলকী। মুখে স্বাদ পাচ্ছেন না কিংবা ভিটামিন সি’এর অভাবে ভুগছেন— পুরোটা মেটাবে ছোট্ট ফল আমলকী। তিতকুটে স্বাদের এই ফলটি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ গোপনে সারে! চোখের সমস্যাও দূর হয়।
ধরুণ আপনি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকতে হয়। কিংবা আপনার মোবাইলে চোখ নিবদ্ধ রাখার বাতিক আছে। তাহলে নিশ্চয় চোখ ব্যথা, চোখে জ্বালাপোড়া বা চোখে পানি আসার মতো ঘটনা ঘটেছে! এই সব সমস্যার সমাধান দেবে আমলকী।
চিকিৎসকেরা বলছেন, দীর্ঘক্ষণ মোবাইল বা কোনো ডিভাইসের স্ক্রিনে তাকিয়ে থাকলে ‘আই ফ্যাটিগ’ বা চোখ ক্লান্ত হয়। এই সমস্যা সমাধান ভেতর থেকে সমাধান করতে পারে আমলকী। চোখের যত্নেও ফলটির গুরুত্ব অনেক।
যে কারণে খাবেন এই ফলটি—
Leave a Reply