1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

হাদির মৃত্যুতে যাত্রাবাড়ী ও শনির আখড়ায় মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবের অগ্রসেনা ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি ও শনিরআখড়ায় ছাত্র-জনতা ব্যাকেট কর্মসূচি করে।

ফলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক, ঢাকা-মাওয়া ও ঢাকা-ডেমরা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শতশত রোগী ও যাত্রীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত শনিরআখড়া ও যাত্রাবাড়ির একাধিক পয়েন্টে সড়ক অবরোধ করে অবস্থান নেন ছাত্র-জনতা। এর পর থেকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী যান চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও দীর্ঘ হতে থাকে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রায়েরবাগ এলাকায় সরেজমিনে দেখা যায়-বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন দীর্ঘ সময় ধরে সড়কে আটকে আছে।

একাধিক যাত্রী জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে তাদের বাস আটকে আছে। 

বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের একাধিক চালক যুগান্তরকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার পর থেকে তারা সড়কে আটকে আছেওয়ারী ট্রাফিক বিভাগের যাত্রাবাড়ি জোনের টিআই মো. মুন্নাফ মুন্সী যুগান্তরকে বলেন, জুলাই বিপ্লবের অগ্রসেনা ওসমান হাদী মৃত্যুর প্রতিবাদে যাত্রাবাড়ি ও শনিরআখড়া সড়ক অবরোধ করে ছাত্র-জনতা। তারপর থেকে ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-মাওয়া সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাত ২টার পর অবরোধ ছেড়ে দেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। তবে সেই রেশ এখনও চলছে। আশাকরি এক-দেড় ঘন্টার মধ্যে সড়কে পুরোপুরি যানবাহন চলাচল স্বাভাবিক হবে।
আরো সংবাদ পড়ুন
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট