1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

বচ্চন পদবির মর্যাদা কি রাখতে পারবে আরাধ্যা, দোলাচলে অভিষেক

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

বলিউডে যে বচ্চনদের আলাদা একটা মর্যাদা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। অমিতাভ বচ্চনের পরিবার নিয়ে এমনিতেই কৌতূহলের অন্ত নেই। এই মুহূর্তে বচ্চনদের তৃতীয় প্রজন্ম অর্থাৎ অভিষেক বচ্চন কাজ করছেন বলিউডে। পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন পরিবারের বধূ হওয়ার পর থেকে কাজ কমিয়েছেন। সন্তান ও ঘর সংসার নিয়ে দিন কাটছে সাবেক এই বিশ্ব সুন্দরীর।

দাদা হরিবংশ রাই বচ্চন ছিলেন খ্যাতনামা কবি। বাবা অমিতাভ বচ্চন ভারতীয় সিনেমার মহতারকা। ছেলে অভিষেকের হিন্দি সিনেমায় অভিষেক হয় ২০০০ সালে। প্রায় ২৫ বছর কাটিয়ে ফেললেন অভিষেক। যদিও এতগুলো বছরে অনেক ওঠা পড়া দেখছেন। সহ্য করতে হয়েছে সমালোচনা। এর মধ্যেই বড় হয়ে উঠছে বচ্চনদের আগামী প্রজন্ম অর্থাৎ অভিষেকের মেয়ে আরাধ্যা বচ্চন। এবার মেয়েকে নিয়ে কী বললেন বাবা অভিষেক?

নিজের ২৫ বছর পূর্ণ হয়েছে ইন্ডাস্ট্রিতে। জীবনে ঝড়ঝাপটা এলেও বচ্চন পদবির ভার সব সময় রক্ষা করে এসেছেন জুনিয়র বচ্চন। নিজের নাম ও পদবি নিয়ে গর্বিত, নিজেই জানান অভিষেক। এই মুহূর্তে নিজের ক্যারিয়ারে বিরতি নিয়েছেন। তবে তিনি আশাবাদী ২০২৫ থেকে নতুন একটা অধ্যায় শুরু হবে। এই মুহূর্তে মেয়ে আরাধ্যা কিশোরী। অভিনয়ে ঝোঁক রয়েছে তারও। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বরাবর মঞ্চে অভিনয় করতে দেখা যায় তাকে। যদিও আরাধ্যার ব্যবহার ও সুশিক্ষার প্রশংসা হয় নেটদুনিয়ায়। মেয়েকে নিয়ে আশাবাদী বাবাও।

অভিষেক বলছিলেন, আমি আশা করব আরাধ্যাও এই পদবির মর্যাদা রাখতে পারবে।’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট