1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

আল্লুর পুষ্পার মতোই কি হবে নীরবের গোলাপ?

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

ঢালিউডে আসছে অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত ছবি ‘গোলাপ’। সম্প্রতি ছবিটির নাম ঘোষণা করে একটি পোস্টার প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় চিত্রনায়ক নিরবকে। তার আকর্ষণীয় লুক ইতোমধ্যে নজর কেড়েছে দর্শকের।

প্রকাশিত সেই পোস্টারে দেখা যায়, বামে ঝুঁকে বসে আছেন নিরব। একহাত মাথায় ঝুলানো। সেই হাতে পিস্তলের ট্রিগারে আঙুল দিয়ে রেখেছেন। তার চাহনি যেন ক্ষুধার্ত বাঘ!

ছবির নায়ক নিরব জানিয়েছেন, পলিটিক্যাল থ্রিলার গল্পের ছবি হতে যাচ্ছে ‘গোলাপ’। ফেব্রুয়ারিতে শুরু হবে এ ছবির শুটিং। আর সেখানে নাম ভুমিকায় অভিনয় করছেন তিনি। এও জানালেন,  এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে!

‘গোলাপ’ পরিচালনা করছেন সামছুল হুদা। এটি হতে যাচ্ছে নির্মাতার প্রথম ছবি।

এদিকে ‘গোলাপ’ ছবির ফার্স্ট লুক প্রকাশের পর নেটিজেনরা মনে করেছেন, ছবিটি নিশ্চয়ই ভারতের দক্ষিণী ছবি ‘পুষ্পা’র মতো হতে যাচ্ছে। কারণ, সেই পোস্টারে ঠিক পুষ্পার মতোই এক হাত মাথার পেছনে নিরবের। চেহারাতেও আছে দারুণ মিল। হাতেও অস্ত্র।

শুধু তাই নয়, পুষ্পা, গোলাপ-এসব নাম নারীদের বেলায় রাখা হয়। পুষ্পা নাম নিয়ে যেমন পর্দায় হাজির হয়েছিলেন আল্লু অর্জুন, তেমনই গোলাপ নামে পর্দায় আসছেন নিরব। সে থেকেই নেটিজেনদের অনুমান, ভারতের পুষ্পা ছবির আদলেই হয়ত তৈরি হচ্ছে ঢালিউডের এই ছবিটি। যদিও এই বিষয়টি এখনও শুধুমাত্র অনুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট