1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

‘বিগ বস ১৮’ বিজয়ী করণবীর : যত টাকা জিতলেন অভিনেতা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

রিয়্যালিটি শো-এর মধ্যে অন্যতম বিগ বস। টেলিভিশনে সম্প্রচারের পর ডিজিটাল প্ল্যাটফর্মেও হিট এই শো। এদিকে ‘বিগ বস ১৮’-এর বিজয়ী কে হবে, সেটা জানার জন্য অধীর অপেক্ষায় ছিলেন দর্শক।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রোববার গ্র্যান্ড ফিনালের মঞ্চ থেকে শো-এর সঞ্চালক সালমান খান বিগ বসের এই সিজনের বিজয়ী হিসেবে করণবীর মেহেরার নাম ঘোষণা করেন।

ফাইনালে করণের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভিভিয়ান ডিসেনা। তবে দর্শকের ভোটের বিচারে করণ অনেকটাই এগিয়ে ছিলেন ভিভিয়ানের চেয়ে। মুনওয়ার ফারুকী, এমসি স্ট্যান, তেজস্বী প্রকাশের মতো বিগ বস জয়ী অন্য তারকার সঙ্গে এবার নাম লেখালেন করণ।

মা এবং বোনকে দু’পাশে নিয়ে বিগ বস্-এর ট্রফি হাতে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন করণ। ছবির সঙ্গে লিখেছেন মনের কথাও। করণ লিখেছেন, ‘যে মুহূর্তের জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম, অবশেষে সেই দিনটি উপস্থিত। জনতার পছন্দের প্রতিযোগী জয়ী হয়েছে।’

দর্শকের উদ্দেশে করণের ভাষ্য, ‘আপনাদের নিরপেক্ষ ভালোবাসা এবং সহযোগিতা ছাড়া এই জয় সম্ভব ছিল না। এই জয় আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।’

প্রসঙ্গত, বিগ বসের সিজন যত এগিয়েছে বিজয়ীর প্রাপ্য অর্থমূল্যের পরিমাণও ওঠানামা করেছে। প্রথম ৫টি সিজনে জয়ীকে দেওয়া হতো ১ কোটি টাকা। তারপর সেটা কমে দাঁড়ায় ৫০ লাখ। সিজন ১২-তে বিজয়ীকে দেওয়া হয়েছিল ৩০ লাখ টাকা। তবে শোনা যাচ্ছে, এই সিজনে করণ ৫০ লাখ টাকা পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট