1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

সালমান থেকে মুখ ফেরালেন অক্ষয়

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

‘বিগ বস ১৮’-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে উপস্থিত থাকার কথা ছিল বলিউডের জনপ্রিয় মুখ অক্ষয় কুমারের। আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ‘স্কাই ফোর্স’-এর প্রচারের কাজেই আসতেন তিনি। শুটিং শুরুর আগে নির্দিষ্ট সময়ে সহ-অভিনেতা বীর পাহাড়িয়াকে সঙ্গে নিয়ে বিগ বস-এর সেটে এসেও পৌঁছান অক্ষয়। কিন্তু শুটিংয়ে আসতে দেরি করেছেন সালমান খান। অক্ষয় চলে এলেও, সালমান সময়মতো সেটে আসেননি।

পরে অক্ষয় খানিকক্ষণ অপেক্ষাও করেন। ‘বিগ বস’-এর শুটিং সেরে অক্ষয়ের অন্য একটি কাজে যাওয়ার কথা ছিল। সালমানের জন্য অপেক্ষা করার মতো সময় অক্ষয়ের হাতে ছিল না। তাই সালমানের জন্য অপেক্ষা না করে বেরিয়ে পড়েন।

অক্ষয়ের সময়জ্ঞান যে অত্যন্ত প্রখর, বলিউডে সকলেই তা জানেন। নিজে কখনো দেরি করে পৌঁছান না। দরকার হলে সময়ের আগে চলে যান। কিন্তু সময়ের পরে কোথাও যেতে পছন্দ করেন না। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে অক্ষয় চলে গেলেও, বীর রয়ে গিয়েছিলেন।

সালমান আসার পর শুরু হয় শুটিং। বীরকে মঞ্চে ডাকেন সালমান। অক্ষয় যে তার দেরি করে আসার কারণেই চলে গিয়েছেন, দর্শককে সেটা নিজেই জানান সালমান।

ভাইজান বলেন, ‘এই ছবিতে অক্ষয় ভাইও রয়েছেন। আমি আসতে একটু দেরি করে ফেলেছি। অক্ষয়ের অন্য একটা কাজ থাকায় ও বেরিয়ে গিয়েছে’।

সে দিন ‘জলি এলএলবি৩’ ছবির স্ক্রিনিং ছিল। দ্রুত বিগ বস-এর শুটিং শেষ করে সেখানে যাওয়ার পরিকল্পনা করে রেখেছিলেন অক্ষয়। সূত্রের খবর, ২.১৫-এর মধ্যে বিগ বসের সেটে এসে পৌঁছান অক্ষয়। সালমানের জন্য প্রায় ১ ঘণ্টা অপেক্ষা করেছিলেন অক্ষয়। কিন্তু স্ক্রিনিংয়ে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে বলে তিনি শুটিং না করেই বেরিয়ে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট