1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিতে বন্দুকধারীসহ নিহত ২

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের টেনেসির একটি হাই স্কুলে গুলি চালিয়ে দুই শিক্ষার্থীকে হতাহত করেছেন এক কিশোর। পরে ওই কিশোর নিজেও আত্মহত্যা করেছে।

বুধবার (২২ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

ন্যাশভিল পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানায়, অ্যান্টিওক হাই স্কুলের ক্যাফেটেরিয়ার ভেতরে ঢুকে ১৭ বছর বয়সি ওই শিক্ষার্থী বেশ কয়েকটি গুলি চালায়। এতে ১৬ বছর বয়সি এক কিশোরী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ১৭ বছর বয়সি আরেক শিক্ষার্থী হাতে গুলি লেগে আহত হয়।  এছাড়া হামলাকারী ওই কিশোর নিজেও আত্মহত্যা করে।

পুলিশ গুলি চালানো কিশোরকে শনাক্ত করেছে। তার নাম সলোমন হেন্ডারসন।  নিহত কিশোরীর নাম জোসেলিন কোরিয়া এসকালান্টে।

বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ন্যাশভিল পুলিশের প্রধান জন ড্রেক বলেন, বন্দুকধারী শিক্ষার্থী সকালে বাসে করে স্কুলে আসে। বেলা ১১টার দিকে বিশ্রামরুমে যায়। সেখান থেকে অস্ত্র নিয়ে ক্যাফেটেরিয়ায় প্রবেশ করে এবং কয়েকটি গুলি চালায়।

গুলি চালানোর উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়, তবে পুলিশ জানিয়েছে যে তারা বন্দুকধারীর সাথে সম্পর্কিত ‘অত্যন্ত উদ্বেগজনক’ অনলাইন লেখা এবং সোশ্যাল মিডিয়া পোস্টগুলো পর্যালোচনা করছে।

এদিকে এক সংবাদ সম্মেলনে মেট্রো ন্যাশভিল পাবলিক স্কুলের পরিচালক অ্যাড্রিয়েন ব্যাটল ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট