1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

মাঘের শীতে কাঁপছে কুড়িগ্রাম, নেই পর্যাপ্ত সরকারি সাহায্য

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

মাঘ মাসের দ্বিতীয় সপ্তাহে মৌসুমী শীতের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম। শীতের তীব্রতায় কষ্টে দিন কাটছে নিম্ন আয়ের মানুষের। বিপাকে পড়েছেন জেলার নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ। এ অঞ্চলের শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন শীতজনিত রোগে।

বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করেছে।

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রামে বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরো ২ থেকে ৩ দিন কমার সম্ভাবনা রয়েছে।

সোমবার সকাল থেকে কনকনে হিমেল বাতাসের কারণে ঠান্ডা আরো বেশি শীত অনুভূত হচ্ছে।

সদরের শুলকুর বাজারের শ্রমিক রুপভান বেওয়া বলেন, ‘জারতে আজ হাত-পাও শিষ্টা নাগছে। আজ মাটি কাটবের যাং নাই। ঠান্ডাত বের বার মনায় না’।

সদরের ধরলা পাড়ের ঘোড়া চালক রশিদ মিয়া বলেন, ‘বেলা ১০টা বাজে এল্যাও সূর্য ওঠে নাই। লোকজনের আনাগোনা কম। চরত মাল ধরি যায়, লোকো নাই মাল ধরি যায় কেমন করি। ব্যবসা ভালো যাচ্ছে না’।

জেলায় শীত নিবারণের জন্য সরকারিভাবে দুঃস্থদের জন্য যে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এখনো জেলার চরের মানুষরা পাননি সরকারি ওই কম্বল।

যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের বাসিন্দা শাহিনা বেগম বলেন, ‘হামরা নদী পাড়ের মানুষ। এল্যাউ নতুন সরকারের কম্বল পাইলং না। শীতে চলি যায় আর কোনদিন কম্বল পামো’।

জেলার ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো.আব্দুল মতিন জানান, জেলার ৯ উপজেলায় ৩৪ হাজার ৭২২টি কম্বল বিতরণ করা হয়েছে। চাহিদা ভেদে বিতরণ কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট