1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

মোহাম্মদপুর-আদাবরে র‌্যাবের অভিযান, ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

চলমান ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর মোহাম্মাদপুর ও আদাবর এলাকা থেকে ১০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ২টি সামুরা, ১টি চাপাতি, ৩টি চাকু ও ৪টি ফোল্ডিং চাকু জব্দ করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে সংঘবদ্ধ ছিনতাইকারী রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে অস্ত্রসহ প্রস্তুতি নিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একাধিক দল অভিযান চালিয়ে আদাবর থানার দস্যুতা মামলার প্রধান আসামি মো. মেহেদী ওরফে ছিনতাইকারী মেহেদীসহ ১০ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত অন্য ছিনতাইকারীরা হলেন— মো. মাইনুদ্দিন (২২), মো. শরীফ ওরফে মোহন (৩০), মইন আলী (২০), অপরাজিত আহমেদ অমিত (২২), মো. মাসুম (৩৪), চনু মিয়া (২৮), মো. শাহিন (২৭),  ইব্রাহিম খলিল (২২) এবং আকাশ (১৯)।

মেহেদী ওরফে ছিনতাইকারী মেহেদী (২৮) জিজ্ঞাসাবাদে জানায়, সে সোহেল ওরফে মাউরা সোহেলের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় একাধিক দস্যুতা মামলা রয়েছে। মেহেদী চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

এছাড়া গ্রেপ্তার অন্যান্য ছিনতাইকারীরাও রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদেরকে দেশীয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট