1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

মার্কিন ডাক্তার ও নার্সদের গাজা ছাড়তে দিচ্ছে না ইসরাইল

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

ইসরাইলি কর্তৃপক্ষ ১১ জন মার্কিন ডাক্তার ও নার্সকে উত্তর গাজা ত্যাগে বাধা দিচ্ছে। জেটিও নিউজ ওয়েবসাইটের বরাতে রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছি আলজাজিরা।

জেটিও নিউজ ওয়েবসাইট জানিয়েছে, ১১ জন মার্কিন ডাক্তার এবং নার্সকে গাজা ত্যাগের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

মানবিক সংস্থা রাহমার স্বাস্থ্যকর্মীদের গত বুধবার (২২ জানুয়ারি) গাজা ত্যাগ করার কথা ছিল; কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, একটি নিরাপত্তা চৌকিতে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার’ কারণে তা সম্ভব হয়নি।

জেটিও আরও বলছে, ইসরাইলি কর্তৃপক্ষ রাহমার স্বাস্থ্যকর্মীদের আরেকটি বৃহত্তর দলকে গাজায় প্রবেশ করতেও বাধা দিচ্ছে।

এদিকে গত রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ এলাকায় ফিরতে বাধা দিচ্ছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার বাসিন্দাদের সতর্ক করে দিয়ে বলেছে, ফিলিস্তিনিরা যেন দক্ষিণ গাজা থেকে উত্তরের দিকে নেটজারিম করিডোর দিয়ে ফেরার চেষ্টা না করে।

আইডিএফের আরবিভাষী মুখপাত্র কর্নেল অভিচাই আদ্রায়ে জানিয়েছেন, নেটজারিম করিডোরে এখনও ইসরাইলি সেনারা মোতায়েন রয়েছে এবং পথটি পুনরায় খুলতে দেরি হচ্ছে, কারণ হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তারা গাজার বাসিন্দাদের উত্তরে ফেরার অনুমতি দেবে না, যতক্ষণ না হামাস বেসামরিক ইসরাইলি বন্দি আরবেল ইয়েহুদকে মুক্তি দেয়।

ইসরাইলের দাবি, হামাস চুক্তি লঙ্ঘন করেছে কারণ তারা আগে নারী সেনা বন্দিদের মুক্তি দিয়েছে, যদিও চুক্তি অনুযায়ী প্রথমে জীবিত বেসামরিক নারী বন্দিদের মুক্তি দেওয়ার কথা ছিল।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে আদ্রায়ে বলেন, নেটজারিম করিডোর পুনরায় খোলা হবে না, যতক্ষণ না মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরাইলি নাগরিক আরবেল ইয়েহুদের মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়।

তিনি গাজার বাসিন্দাদের আইডিএফের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন, যাতে তারা নিজেদের নিরাপদ রাখতে পারেন।

এদিকে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন যে আরবেল ইয়েহুদ জীবিত আছেন এবং আগামী শনিবার তাকে মুক্তি দেওয়া হবে।  তবে, ইসরাইলি কর্মকর্তারা তার দ্রুত মুক্তির দাবি জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট