1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

মালদ্বীপে শিক্ষার্থীদের নিয়ে মডেল সার্ক শীর্ষ সম্মেলন

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

দক্ষিণ এশীয় অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ও সার্ককে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে  মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য মডেল সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজন করে দেশটির আহমদিয়া ইন্টারন্যাশনাল স্কুল। শনিবার (২৫ জানুয়ারি) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় শিক্ষা প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে এ মডেল সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল ও আফগানিস্তানসহ মোট আটটি দেশের প্রতিনিধিদের প্রতিনিধিত্ব করেন মালদ্বীপের এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খলিল। এতে মন্ত্রণালয়ের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা সার্কভুক্ত দেশগুলোর আটজন নেতা, তাদের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব এবং প্রতিটি সার্ক ডেস্কের একজন প্রতিনিধি প্রতিনিধিত্ব করেন। এর বাইরে শিক্ষার্থীরা সার্কের মহাসচিব, মহাসচিবের প্রশাসক এবং আটটি দেশের পরিচালকদের ভূমিকাও পালন করেন। সার্ক দেশগুলোর প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীরা তাদের দেশের পক্ষে বক্তব্য দেন।

dhakapost

তাদের বিবৃতিগুলো দক্ষিণ এশীয় অঞ্চলের পরিবেশ, অর্থনীতি, অধিকার এবং উন্নয়নের ওপর দৃষ্টি নিবদ্ধ করেন। শিক্ষার্থীরা এ সমস্যাগুলোর পাশাপাশি দেশগুলোর জন্য সম্ভাব্য সমাধানের পরামর্শও দিয়েছে। এসময় শিক্ষার্থীরা সার্কভুক্ত দেশগুলোকে সমস্যা কাটিয়ে উঠতে এবং উন্নতির জন্য একসঙ্গে কাজ করার বিভিন্ন তহবিল তৈরি করার বিষয়েও একমত পোষণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের গবেষণা, শীর্ষ সম্মেলনের প্রস্তাবনা এবং আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনে এ ধরনের কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এছাড়াও মডেল এ সার্ক শীর্ষ সম্মেলনে বিভিন্ন দেশের নেতাদের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। আহমদিয়া স্কুল আয়োজিত সার্ক শীর্ষ সম্মেলনটি বিদেশি খাতে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে এ খাতের উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

আয়োজক শিক্ষা প্রতিষ্ঠানটির ইতিহাস বিভাগের শিক্ষক মোহাম্মদ সেলিম বলেন, যদিও মালদ্বীপ তুলনামূলকভাবে ছোট দেশ। তবুও কূটনৈতিক ক্ষেত্রে এর সম্পৃক্ততা বিভিন্ন দেশের কাছে উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে।

এ মডেল শীর্ষ সম্মেলনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে এক মাসেরও বেশি সময় লেগেছে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট