1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

রক্ষক না হয়ে তিনি ছিলেন ভক্ষকের ভূমিকায়: আসিফ নজরুল

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস কে সুরের তিনটি লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও বিদেশি মুদ্রা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার প্রায় ছয় ঘণ্টার অভিযানের পর রাত ৯টার দিকে ওই তিনটি লকার খুলতে সক্ষম হয় দুদকের ৭ সদস্যের দল।

এস কে সুরের লকারগুলো থেকে ৫৫ হাজার ইউরো ছাড়াও ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার এবং ১ হাজার ৫ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকা এফডিআর পাওয়া গেছে বলে জানান দুদকের পরিচালক (উপসচিব) কাজী সায়েমুজ্জামান।

এস কে সুরের দুর্নীতি নিয়ে কথা বলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রোববার রাতে তিনি একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেছেন, রক্ষক না হয়ে তিনি (এস কে সুর) ছিলেন ভক্ষকের ভূমিকায়।

তার স্ট্যাটাসটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘শুধু বাংলাদেশ ব্যাংকের লকারেই ব্যাংকটির সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর রাখা ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার পাওয়া গেছে। পাশাপাশি ৭০ লাখ টাকার এফডিআর ও প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের এক কেজি সোনার অলংকারও সেখান থেকে জব্দ করা হয়েছে।

পুরো তদন্ত হলে হয়তো আরও বহুকিছু উদ্ধার হবে তার কাছ থেকে। অভিযোগ রয়েছে রক্ষক না হয়ে তিনি ছিলেন ভক্ষকের ভূমিকায়।’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট