
শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার দুটি ইউনিয়নে ডগ স্কোয়াডসহ যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ভোর ৪টা থেকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন ও পার্শ্ববর্তী নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-শস্ত্র, ৪৫টি ককটেল এবং ককটেল বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজন নারী ও একজন পুরুষকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র ও সরেজমিনে জানা যায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারীর সমর্থক হিসেবে পরিচিত মুলাই বেপারি কান্দির বাবুল বেপারীর বাড়ির পশ্চিম পাশে মজিদ বেপারীর বাড়ির বাঁশঝাড় থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়া নুরুজ্জামান বেপারীর বাড়ির পশ্চিম পার্শ্বে বসতঘরের বাইরের অংশে ১২টি, শামচুল বেপারীর বাড়ির পাশের বাঁশঝাড় থেকে ১২টি এবং চেরাগ আলী বেপারি কান্দির শাজাহান ছৈয়ালের বাড়ির পার্শ্ববর্তী এলাকা থেকে আরও ৯টি ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো পরবর্তী সংঘর্ষের প্রস্তুতির জন্য প্লাস্টিকের বালতিতে রাখা ছিল বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানে প্রায় ৫০–৬০ জন পুলিশ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর প্রায় ১২০ জনেরও বেশি সদস্য অংশগ্রহণ করেন। এ ছাড়া ককটেল বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, দেশীয় অস্ত্র-শস্ত্র এবং একটি খেলনা ড্রোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে ধ্বংস করা হবে এবং অন্যান্য আলামত সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়।
অভিযান শেষে বিলাসপুর কুদ্দুস বেপারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রেস
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।