1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

পরিবহণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

সাভারের আমিন বাজার এলাকায় ঢাকা-আরিচার মহাসড়কে মো.মোর্শেদ (৪৮) নামের এক পরিবহণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মো. মোর্শেদ ঢাকার রায়েরবাগে ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী।

সাভার মডেল থানার পুলিশ জানায়, গত বছরের শেষের দিকে মোর্শেদের দুটি বাস চুরি হয়। এঘটনায় রাজধানীর দারুস সালাম থানায় মামলাও করেন তিনি। ওই মামলায় একজনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া চুরি হওয়া একটি বাস উদ্ধারও করা হয়। এরপর থেকে মোর্শেদকে হুমকি দেওয়া হচ্ছিল।

মঙ্গলবার রাতে তাকে সাভারের সালেহপুর থেকে মোটরসাইকেলে মোর্শেদসহ আরও একজন বাসার উদ্দেশ্যে রওনা হন। ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা পথরোধ করে কুপিয়ে তাকে আহত করে।

আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফয়সাল আলম বলেন, সালেহপুরে একটি গ্যারেজে থেকে ফিরছিলেন মোর্শেদ। ফেরার পথে তাকে এলোপাথারি কুপিয়ে আহত করা হয়। তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়,  সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে,  আটকের অভিযান চলছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট