1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

ভোমরা স্থলবন্দরে অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকার জাহাঙ্গীর মার্কেটে টাস্কফোর্সের অভিযানে ১৯ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ভোমরা জাহাঙ্গীর মার্কেটের কিছু অসাধু ব্যবসায়ী শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় প্রসাধনী সামগ্রী, অ্যালুমিনিয়াম ও জিরা বিক্রি করছে। এই তথ্যের ভিত্তিতে অবৈধ পণ্য বিক্রি বন্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার নেতৃত্ব দেন। বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মাসুদ রানা ১৫ জন বিজিবি সদস্যসহ অভিযানে অংশ নেন। এছাড়া পুলিশের একটি টিমও অভিযানে উপস্থিত ছিল।

অভিযান চলাকালে টাস্কফোর্স দল মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোর এবং সীমান্ত অ্যালুমিনিয়াম অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর থেকে ভারতীয় বিভিন্ন প্রসাধনী সামগ্রী, অ্যালুমিনিয়াম ও জিরা জব্দ করে, যার আনুমানিক মূল্য ১৯ লাখ টাকা।

দোকান মালিকরা এসব পণ্যের বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোরের মালিক গোলাম নবী বিশ্বাসকে ১০ হাজার টাকা এবং সীমান্ত অ্যালুমিনিয়াম অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরের মালিক আবু বক্কর সিদ্দিককে ২ হাজার টাকা জরিমানা করেন। টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে ভারতীয় পণ্য আমদানি ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট