1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

পাহাড় কাটার দায়ে একজনকে অর্থদণ্ড

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

রাতের আঁধারে কাটা হচ্ছে পাহাড়। খবরটি শুনে অভিযান চালায় প্রশাসন। পরে একজন আটক করে ভ্রাম্যমাণ আদালত বাসিয়ে করা হয় জরিমানা। শনিবার রাতে দীঘিনালার বোয়ালখালি ইউনিয়নের কলেজ টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

অর্থদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

দীঘিনালা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ নং ধারা মোতাবেক ওই ব্যক্তিকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়। তাৎক্ষণিক জরিমানা দেন ওই ব্যক্তি।

ইউএনও মামুনুর রশীদ বলেন, ‘পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট