1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

থানায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের ঘিওর থানায় দায়িত্বরত অবস্থায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

 

মৃত রফিকুল ইসলাম টাঙ্গাইল জেলার কালিহাতী থানার করুয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি ২ সন্তানের জনক।

 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম রাতে থানার অভ্যর্থনা কর্নারে দায়িত্ব পালন করছিলেন। তখন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, থানায় দায়িত্ব পালনকালে রাত ৮টা থেকে ১০টা দিকে ডায়াবেটিসজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে রফিকুল ইসলাম মারা যান। রফিকুল ইসলামের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট