1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫২

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

‘অপারেশন ডেভিল হান্ট’ ও পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তারেক আল মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সবার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হওয়া বিভিন্ন মামলা রয়েছে। এ ছাড়া নিয়মিত অভিযানে আরও ৪০ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 

ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সদস্য মো. রাসেল (৩১), বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আ. সালাম (৬৬), বন্দর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহীন সরকার (৫৫), বন্দর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলমগীর হোসেন মাসুদ (৩১), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. জসিম উদ্দিন (৪০), ভূলতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রনি হোসেন (২২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী বাসেদ মিয়া (৪৬), রূপগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. আব্দুল আলিম সরকার (৫৮), যুবলীগের সক্রিয় কর্মী সাহাদাত হোসেন (৩২) ও মো. সুমন (৩৯), আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. মোতালেব মিয়া (৪০) ও জাহাঙ্গীর আলম রানা (৩৬)।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট