1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের শেখপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-শিশুসহ ছয়জন আহত হয়েছেন।

গতকাল (বুধবার) বিকেল ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হবিগঞ্জের উমেতনগর গ্রামের রাকেশ রায় (৭৫)।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুরগামী একটি অটোরিকশা ও রানীগঞ্জগামী ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাকেশ রায় মারা যান। আহত ছয়জনকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট