সুনামগঞ্জের জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের শেখপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-শিশুসহ ছয়জন আহত হয়েছেন।
গতকাল (বুধবার) বিকেল ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হবিগঞ্জের উমেতনগর গ্রামের রাকেশ রায় (৭৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুরগামী একটি অটোরিকশা ও রানীগঞ্জগামী ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাকেশ রায় মারা যান। আহত ছয়জনকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Leave a Reply