1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যা, আসামির যাবজ্জীবন

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রবাসী মো. আরিফ হোসেনের স্ত্রী গৃহবধূ কোহিনুর বেগম (৪০) হত্যা মামলার আসামি মো. জহির হোসেনকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এই রায় দেন।

হত্যার শিকার গৃহবধূ কোহিনুর বেগম প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী। কারাদণ্ডপ্রাপ্ত আরিফ হোসেন উপজেলার ভাটনীখোলা গ্রামের ব্যাপারী বাড়ির আবুল হোসেনের ছেলে।

 

মামলার বিবরণ থেকে জানা গেছে, আসামি জহির হোসেন স্ত্রী লাকী বেগম ঋণ করে তার স্বামীকে সৌদি আরব পাঠায়। জহির সৌদি আরব এক মাস থেকে দেশে চলে আসে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয় এবং লাকী বেগম এরপর তার কাছ থেকে তালাক নিয়ে চলে যায়। এর কিছুদিন পরে হত্যার শিকার কোহিনুরের বড় ভাইয়ের সঙ্গে বিয়ে হয় জহিরের স্ত্রী লাকী বেগমের সাথে। এই বিয়ে নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

যার ফলে ২০১৯ সালের ১৮ এপ্রিল রাত ১১টার দিকে আসামি জহির ক্ষিপ্ত হয়ে কোহিনুর বেগমের ঘরে প্রবেশ করে তাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় উদ্ধার করে তাকে শাহরাস্তি ও কুমিল্লা চিকিৎসা দিয়ে সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় কোহিনুর বেগমের ছোট ভাই মো. হাবিব উল্লাহ বাদী হয়ে ঘটনার পরদিন ১৯ এপ্রিল শাহরাস্তি থানায় জহির হোসেনসহ ৫ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় প্রধান আসামি গ্রেপ্তার হওয়ার পর পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। পুলিশ তদন্ত শেষে ২০২০ সালের ৩১ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।

 

সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কোহিনুর বেগম বলেন, মামলাটি দীর্ঘ ৫ বছরের অধিক সময় চলমান অবস্থায় ২২ জনের সাক্ষ্যগ্রহণ করে। সাক্ষ্যগ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় তার উপস্থিতিতে এই রায় দেন। আর অভিযোগপত্রে থাকা বাকি আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট