1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

টঙ্গীবাড়ীতে সড়কে ধস, আতঙ্কে এলাকাবাসী

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর আঞ্চলিক সড়কে ধস দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। ঝুঁকি নিয়েই রাস্তাটি ব্যবহার করছে পরিবহণ চালক ও যাত্রীরা। দুর্ঘটনা এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উপজেলা মডেল মসজিদ সংলগ্ন মুক্তারপুর-টঙ্গীবাড়ী আঞ্চলিক সড়কের অ্যাপ্রোচ ভেঙে ধসে পড়েছে। এতে বাসসহ ছোট ছোট ব্যাটারিচালিত অটোরিকশা ঝুঁকি নিয়ে চলাচল করছে। ঝুঁকিপূর্ণ স্থান নিশ্চিতকরণে দেওয়া হয়নি কোনো লাল নিশান। আতঙ্কে রয়েছে এ সড়কের নিয়মিত চলাচলকারীরা।

 

অটোরিকশা চালক আলামিন মিয়া বলেন, সড়কের একাংশ ধসে পড়ায় সড়কটি এখন হুমকির মুখে। ভেঙে যাওয়া অ্যাপ্রোচের অবশিষ্ট অংশ ভেঙে পড়ে বড় ধরণের দুর্ঘটনা হতে। প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। সড়কটি সংস্কার না করা হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষের ভোগান্তি হবে।

 

বাস চালক মো. লিয়াকত বলেন, ‘এ সড়ক দিয়ে প্রতিদিন আমাদের যাতায়াত করতে হয়। এ উপজেলা থেকে যাত্রী নিয়ে ঢাকায় যেতে হয়। সড়কটি ধসে পড়ায় ঝুঁকি নিয়ে আমাদের রাস্তাটি ব্যবহার করতে হচ্ছে। অনেক সময় ধসের অংশে যাত্রীদের নামিয়ে দিচ্ছি। ধসে পড়ার অংশ পার হলে ফের যাত্রী তুলছি। ধসের কারণে যাত্রীরা ভয়ে আছে।

 

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম বলেন, ‘বিষয়টি জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরে জানানো হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট