1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

সাইফ-অমৃতার বিয়েতে ফুল হাতে কারিনা, সেদিন যা বলেছিলেন অভিনেতা?

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খানের প্রথম বিয়েতে দিদি অভিনেত্রী কারিশমা কাপুরের হাত ধরে গিয়েছিলেন কারিনা কাপুর। অভিনেত্রী নবদম্পতিকে শুভেচ্ছা জানান ফুল দিয়ে। সেই সময় পাল্টা কোন উত্তর দিয়েছিলেন অভিনেতা?

২০০৮ সালে ‘টশন’ সিনেমার শুটিংয়ের সময় অভিনেত্রী কারিনা কাপুরকে প্রেমপ্রস্তাব দিয়েছিলেন সাইফ আলি খান। এদিকে কারিনা তখন নিজেই সাইফের প্রেমে হাবুডুবু। আগেও তাদের দেখা হয়েছে। কিন্তু ‘টশন’ সিনেমার শুটিংয়ে সব চেনা ছক গোলমাল হয়ে গিয়েছিল। কারিনা জানিয়েছেন, সেই সময় সাইফ তার চোখে নতুন রূপে যেন ধরা দিয়েছিলেন। কিন্তু তবু তার মনে হয়েছিল বিয়ের সিদ্ধান্তে পৌঁছাতে হলে আরও কিছু সময় প্রয়োজন। চার বছর প্রেমপর্বের পর সাইফ-কারিনা বিয়ে করেন ২০১২ সালে।

 

অমৃতা সিংহের সঙ্গে সাইফের ১৩ বছরের দাম্পত্য ভেঙে যায় ২০০৪ সালে। তার আট বছর পর কারিনার সঙ্গে নতুন সংসার শুরু শর্মিলা-তনয়ের। কারিনার সঙ্গে সাইফের বয়সের ব্যবধান অনেকটাই। প্রায় ১০ বছরের। এদিকে অমৃতাকে যখন সাইফ বিয়ে করেন, সেই সময় অনেকটাই ছোট সাইফ।

 

জানা গেছে, বয়সে বড় হওয়া অমৃতাকে নিয়ে নাকি চাপা অশান্তি ছিল পতৌদি পরিবারে। যদিও অমৃতার সঙ্গে বিয়ে ভাঙার পর বেশ কিছু প্রণয়-সম্পর্ক তৈরি হয় সাইফের জীবনে। কিন্তু শেষ পর্যন্ত কারিনাতে থিতু হন অভিনেতা।

 

১৯৯১ সালে যখন প্রথমবার সাইফ বিয়ে করেন, কারিনা শুভেচ্ছাবার্তা দিলে তিনি বলেন, থ্যাংক ইউ বেটা। যদিও সেসব এখন অতীত। কারিনা ও সাইফ এখন দুই পুত্রসন্তানের বাবা-মা। এদিকের সাইফের প্রথম পক্ষের দুই সন্তান সারা ও ইব্রাহিমের সঙ্গেও সম্পর্ক ভালো কারিনার। একে অপরের বিপদে-আপদে পরিবার হয়েই থাকেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট