1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

নড়াইল স্বর্ণালঙ্কার-অর্থ লুট করতে গিয়ে গ্রেপ্তার ৪

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

নড়াইলের কালিয়ায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক বাড়িতে তল্লাশির নামে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স-এনএসআই) দপ্তরের এক সদস্য ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে কালিয়া উপজেলার খড়রিয়া চরপাড়ার সমরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে এ লুটের ঘটনা ঘটে।

 

গ্রেপ্তার এনএসআই সদস্যের নাম ইয়াছিন হোসেন (২৭)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর মধ্যপাড়ার মৃত কাজী আনিছুর রহমানের ছেলে এবং নড়াইল জেলা এনএসআই দপ্তরে কর্মরত ফিল্ড স্টাফ। অন্য তিনজন হলেন, নড়াইল সদর উপজেলার ভওয়াখালীর মো. আরিফুজ্জামান (২২) এবং একই উপজেলার সুবুদ্ধিডাঙ্গা গ্রামের সোহাগ মোল্যা (৩৬), ও দুর্গাপুরের শাহরিয়ার জামান শশী (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে কালিয়া উপজেলার খড়রিয়া চরপাড়ায় সমরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তল্লাশি চালান এনএসআই সদস্য ইয়াছিন, তার সহযোগী আরিফুজ্জামান, সোহাগ ও শাহরিয়ার। এসময় ওই বাড়ি থেকে স্বর্ণালংকার ও  নগদ অর্থ লুট করেন তারা। তখন স্থানীয়দের সন্দেহ হলে ইয়াছিনসহ ওই চারজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে এবং লুট করা আনুমানিক ৩ লাখ টাকার স্বর্ণ ও ১ লাখ ১১ হাজার নগদ অর্থ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শনিবার (২২ ফেব্রুয়ারি) কালিয়া থানায় একটি মামলা করেছেন সমরেন্দ্রনাথ।

 

কালিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, গোয়েন্দা পুলিশ পরিচয়ে  লুটের ঘটনায় নড়াইলে কর্মরত এনএসআই সদস্যসহ ৪ জনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। মামলার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট