1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

নোয়াখালীতে ১৭ দিনে ডেভিল হান্টে আ. লীগের ১১০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

নোয়াখালীতে ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথবাহিনী। এ নিয়ে গত ১৭ দিনে ১১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। এর আগে মঙ্গলবার জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী। তার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সুধারাম থানা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, র‍্যাব, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ একযোগে কাজ করছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার ওবায়দুল্লাহ তারেক (৩৮) ও মো. সাদ্দাম হোসেন (৩০)। এর আগের দিনের গ্রেপ্তারকৃতরা হলেন- আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজাম (৪৭), সেনবাগ উপজেলার মো. শাওন (২), কোম্পানীগঞ্জ থানার মো. মাসুদ (৩৭), আবুল হোসেন বাহার (৪০), সুধারাম থানার রিফান ইবনে নাইম জীবন (৩০) ও শাহদাত হোসেন প্রান্ত (২৯)।

 

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, অপারেশন ডেভিল হান্ট গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত ১৭ দিনে ১১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট