1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা অংশ অবরোধ করা হয়। এতে মহাসড়কের অন্তত ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

 

পরে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, হাইওয়ে পুলিশের কর্মকর্তারা ওই গার্মেন্টসের মালিক পক্ষের সঙ্গে কথা বলে আগামী মঙ্গলবারের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হলে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

স্থানীয়রা জানান, হাড়িখোলা এলাকায় অবস্থিত ডেনিম নামের একটি গার্মেন্টসে শ্রমিকদের ৪ মাসের বেতন দিচ্ছে না গার্মেন্টস কর্তৃপক্ষ। শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে শুক্রবার সকালে মহাসড়ক অবরোধে নামেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন, চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদাসহ ঘটনাস্থলে যান। পরে ডেনিম গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তারা। এ সময় আগামী মঙ্গলবারের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

 

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঢাকা পোস্টকে বলেন, বকেয়া বেতনের দাবিতে ডেনিম গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলি। তারা আগামী মঙ্গলবারের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন। শ্রমিকরা ৪০ মিনিটের মতো মহাসড়কে ছিল। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট