1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

মুন্সীগঞ্জে থানা ফটকে বিক্ষোভ, পুলিশকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার ওয়ারীর বাসা থেকে মুন্সীগঞ্জে এসে নিখোঁজ হওয়া যুবক মো. সাইফুল ইসলাম লিখনের (৩৩) সন্ধান চেয়ে মানববন্ধন ও থানা ফটকে বিক্ষোভ করেছে তার স্বজন ও স্থানীয়রা। এ সময় তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিক্ষোভকারীরা। 

শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে কামরখাড়া ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন করে। পরে তারা সদর থানা ফটকে বিক্ষোভ করেন।

 

 

মানববন্ধনে, নিখোঁজ যুবকের স্বজনসহ এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে যুবকের সন্ধান চেয়ে নানা স্লোগান দেওয়া হয়। এ সময় স্বজনদের কান্নার রোল পড়ে যায়। পরে সেখান থেকে মিছিল নিয়ে সদর থানা ফটকে অবস্থান গ্রহণ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় পুলিশ আশ্বাস দিলে তারা সরে আসেন।

নিখোঁজ লিখনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামরখাড়া গ্রামে। পরিবারের সঙ্গে বসবাস করতেন ঢাকার ওয়ারীতে।

 

নিখোঁজ যুবক লিখনের বাবা মো. দুলাল হাওলাদার জানান, মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার বন্ধু সাদ্দাম হোসেন সম্রাটের দাওয়াতে গত ৬ ফেব্রুয়ারি ঢাকার ওয়ারীর বাসা থেকে রওনা হন তার ছেলে। মুন্সীগঞ্জ শহরে আসার পর ওইদিন রাত ৮টার পর থেকে লিখন নিখোঁজ হয়। ২৩ দিন ধরে নিখোঁজ থাকলেও তার ছেলের কোনো সন্ধান পাচ্ছেন না।

 

বাবা দুলাল হাওলাদার আরও জানান, ছেলে নিখোঁজের ঘটনায় গত ৭ ফেব্রুয়ারি তিনি মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর তার সন্ধান না পেয়ে গত ১৩ ফেব্রুয়ারি সাদ্দাম হোসেন সম্রাটসহ ৬ বন্ধুর নাম উল্লেখ করে অপহরণ মামলা দায়ের করেন তিনি।

নিখোঁজ লিখনের বড় বোন ফাতেমা বলেন, আমার ভাই ২৫ দিন ধরে নিখোঁজ। এর আগেও আমরা মানববন্ধন করেছি, পুলিশ কিছুই করতে পারেনি। আমরা সন্দেহভাজন আসামিদের নাম দিয়েছি, তারা তাদেরও জিজ্ঞেসাবাদ করেনি। আমরা পুলিশ প্রশাসনকে এখন ৪৮ ঘণ্টা টাইম দিয়েছি, তা না হলে আবারও ঘেরাও কর্মসূচি করবো।

 

এ ব্যাপারে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, আমার থানার পুলিশ ও ডিবি যুবকের খোঁজে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথমে নিখোঁজের ঘটনায় জিডি হয়। পরবর্তীতে কিছু তথ্য প্রমাণ পেয়ে একটি অপহরণ মামলা রুজু করেছি। ইনশাল্লাহ আমরা একটা খবর দিতে পারবো।

 

এ বিষয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, আমরা নিখোঁজের বিষয় তদন্ত করছি। তদন্তে যাদের জরিত পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট